আব্দুল খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান-এনডিসি পিএসসি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।এ সময় নবাগত মহাপরিচালকের সাথে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর ঢাকা রেঞ্জের,রেঞ্জ ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম,গোপালগঞ্জ জেলার আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ শাওন,টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ও মহাপরিচালকের পিএস টু ডিডি কর্ড প্রমুখ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।নবাগত মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।