You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ
কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের কাছে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।দুই ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি নতুন ইঞ্জিনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে ছেড়ে গেছে।
কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ঢাকায় যাওয়ার সময় কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে নতুন ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে ছেড়ে গেছে। দুই ঘণ্টা পরে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।