প্রায় ৬ কোটি টাকার সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

প্রায় ৬ কোটি টাকার সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একাধিক সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। উদ্বোধনকৃত কাজগুলোর মধ্যে রয়েছে- ডি এন চক্রবর্তী রোডে আরসিসি ড্রেন নির্মাণ, ঈশান চক্রবর্তী রোড নির্মাণ এবং জেরো পয়েন্ট রাস্তা সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাট আরসিসি রাস্তা নির্মাণ।

উদ্বোধনকালে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক প্রমুখ ‍উপস্থিত ছিলেন।