ফুলবাড়ীয়ায় পিতার সাথে সন্তানের প্রতারণা লিখে নিয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি

ফুলবাড়ীয়ায় পিতার সাথে সন্তানের প্রতারণা লিখে নিয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি

July 30, 2022 68 Views

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিতার সাথে ঔরষজাত দুই সন্তান প্রতরণা করে কাহালগাঁও মৌজায় কয়েক কোটি টাকা মূল্যের ২২১ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। শেষ বয়সে দুই সন্তানের এমন প্রতরণায় অনেকটা বাকরুদ্ধ হয়ে পরেছেন বৃদ্ধ পিতা কাশেম আলী।
ময়মনসিংহ বিজ্ঞ সহকারী জজ আদালতে দলিল পন্ডের দাবীতে ছেলে ও মেয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পিতা কাশেম আলী। ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামের কাশেম আলী (৮৩) পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সন্তানদের আলাদা সংসার। জমি জমা সন্তানদের মধ্যে ভাগ বাটায়োরা করে দেয়নি। গত ৯ নভেম্বর অসুস্থ্য কাশেম আলীকে ডাক্তারের কাছে চিকিৎসার কথা বলে গোপনে বাড়ি থেকে ফুলবাড়ীয়া উপজেলা সদরে নিয়ে আসে বড় ছেলে মো. লাল মিয়া ও মেয়ে আম্বিয়া খাতুন। ঐদিন চিকিৎসকরে কাছে না নিয়ে ফুলবাড়ীয়া সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে ছেলে লাল মিয়া সাত হাজার ১৫৪ নম্বর দলিলের কাহালগাঁও মৌজায় ১৭৯ শতাংশ ও মেয়ে আম্বিয়া একই মৌজায় সাত হাজার ১৫৫ নম্বর দলিলে ৪২ শতাংশ জমি প্রায় ৩৭ লাখ টাকা মূল্য ধরে হেবা রেজিস্ট্রি করে নিয়েছে।
বৃদ্ধ অসুস্থ্য পিতার সাথে প্রতরণার মাধ্যমে কাহালগাঁও বাজারের ৬ থেকে ৭ কোটি টাকা মূল্যের জমি লিখে নেওয়ার ঘটনাটি সম্প্রতি প্রকাশ হয়। বিষয়টি জানতে পেরে কাশেম আলীসহ তার চার পুত্র গ্রামের মাতাব্বরদের কাছে সমাধানের জন্য নালিশ দেয়। মাতাব্বরা শালিস ডাকলেও লাল মিয়া ও আম্বিয়া হাজির হয়নি। উল্টো গত ১৯ জুলাই লাল মিয়া বাদী হয়ে সহোদর ভাই গোলাম রব্বানি, জালাল উদ্দিন, ভাইয়ের স্ত্রী, স্কুল ছাত্র দুই ভাতিজা ও ভাড়াটিয়াসহ এজাহার নামী ৯ জন ও অজ্ঞাত ১২ জনকে আসামী করে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলি আদালতে মামলা করেন। ছেলে মেয়ের প্রতরণা করায় গত মঙ্গলবার ময়মনসিংহ বিজ্ঞ সহকারী জজ আদালতে দলিল পন্ডের দাবীতে পৃথক দুটি মামলা করেছে কাশেম আলী।
জালাল উদ্দিন বলেন, রব্বানির বাড়িতে অসুস্থ্য পিতা থাকতেন। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করে সাবেক মেম্বার গোলাম রব্বানি। নির্বাচনে যখন সবাই ব্যস্ত, ঠিক ভোটের দুই দিন আগে গোপনে চিকিৎসার কথা বলে নিয়ে প্রতরণার মাধ্যমে কয়েক কোটি টাকার জমি দলিল করে নেয় লাল মিয়া ও আম্বিয়া খাতুন। এরপর আবার মিথ্যা মামলাও করছে শিশু সন্তানসহ আমাদের উপর।
প্রতরণার বিষয়টি অস্বীকার করে লাল মিয়া বলেন, আব্বা আমাকে ও আমার বোনকে নিজের ইচ্ছায় বাড়ির জমি দলিল করে দিয়েছেন। দলিল পন্ডের মামলা আমার ভাইয়েরা আব্বাকে ভুল বুঝিয়ে করাতে পারে।

বৃদ্ধ কাশেম আলী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ৬ সন্তান, এক ছেলে ও এক মেয়ে চিকিৎসার কথা বলে নিয়ে আমার কাছ থেকে ৬ থেকে ৭ কোটি টাকার জমি দলিল করে নিয়েছে। দলিল পন্ডের জন্য আদালতের মামলা করেছি। সন্তান হয়ে এমন প্রতরণা করায় তাদের বিচার দাবী করছি।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, লাল মিয়া বাদী হয়ে আদালতে একটি ফৌজদারি মামলা করেছে, সেটি তদন্ত চলছে।

সাম্প্রতিক