বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের পাশে মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক মামুন, মহানগর শাখার যুগ্ম-আহআবায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলীসহ অন্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যয় হয়েছে। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা তার প্রমাণ। এই সরকার অবৈধ সরকার । অবিলম্বে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান। বিএনপির এই সরকারের অধীনে নির্বাচনে যাবে।