You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৯ পয়েন্ট হওয়ার সুযোগ আছে ভারত ও নেপালেরও। যে কারণে, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কোন দুই দল তা এখনো নিশ্চিত নয়।
শ্রীলংকা, ভারত ও মালদ্বীপকে হারানোর পর এখন শেষ ম্যাচের অপেক্ষায়। ম্যাচ বাকি নেপালের বিপক্ষে। ২ আগস্ট এই ম্যাচ জিতলে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই লাল-সবুজ জার্সিধারীরা উঠে যাবে ফাইনালে। বাংলাদেশের সেটাই লক্ষ্য। আগের তিন ম্যাচের মতো শেষ ম্যাচেও তারা নেপালকে হারাতে চায়।
তিনদিন বিশ্রাম পাওয়া বাংলাদেশ শেষ ম্যাচের জন্য বেশ ভালো প্রস্তুতিই নিতে পেরেছে। রোববার অনুশীলন শেষে অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচর্য্য বলেছেন, ‘আমাদের ছেলেদের যে কোয়ালিটি ও সাহস তাতে তাদের সেরা ম্যাচ খেলা এখনো বাকি আছে। আমার বিশ্বাস শেষ ম্যাচে নেপালকে হারিয়েই ফাইনালে যেতে পারবো। নেপালের বিপক্ষে ম্যাচটি তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
রোবার রাতে ভারত তাদের তৃতীয় ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে। এই ম্যাচের ফলাফলও ফাইনালে গতিচিত্রটা পরিষ্কার করতে পারে। রোববার অন্য ম্যাচে মালদ্বীপ ও শ্রীলংকা ১-১ গোলে ড্র করেছে।