স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ যাত্রী আহত হয়েছেন। রোববার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার মোকামিয়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। সংবাদ পেয়ে ফুলপুর থানার টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান।
স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আনুমানিক ৪০-৫০ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেকার সংবাদ দেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।