You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
বহুল প্রত্যাশিত ‘ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন কাজ শীর্ষক প্রকল্পটি গতকাল মঙ্গলবার একনেকে পাস হয়েছে।প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ২২৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনশ বছরের পুরনো ময়মনসিংহে নতুন বিভাগীয় শহরের জন্য প্রথম দিকে ৪ হাজার ৩৬৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটি অনুমোদন দেয়নি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন ৯৪৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।এদিকে প্রকল্পটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ময়মনসিংহ বিভাগবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সুপরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ বিভাগীয় শহর স্থাপনসহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের জন্য স্থান সংকুলান করা সম্ভব হবে, যা দক্ষ ও গতিশীল প্রশাসনের সহায়ক হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হয়েছে। ফলে একনেকে উপস্থাপনের সুপারিশ দেওয়া হয়েছে।’
বিভাগীয় কমিশনার আরও জানান, প্রকল্পে গোবিন্দপুর, পাড়ালক্ষীর আলগী, জেলখানার চর, চর সেহড়া, চর ঈশ্বরদিয়াসহ ৫টি মৌজায় মোট জমির পরিমাণ ৯৪৫ দশমিক ২১৯ একর। প্রকল্পে মোট খাস জমির পরিমাণ ১৪২ দশমিক ৬৪৫ একর এবং ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ ৮০২ দশমিক ৫৭৪ একর। তন্মধ্যে পুনর্বাসনের জন্য জমির পরিমাণ ২৫ একর।
এ প্রকল্পের ৯৪৫ দশমিক ২১৯ একর জমিতে ২২টি ব্লক করা হয়েছে। তন্মধ্যে থাকছে বিভাগীয় প্রশাসনিক অফিস, বনায়ন, খাল, বাণিজ্য, শিক্ষা, বিদ্যমান বাঁধসহ প্রস্তাবিত সড়ক (১৫০ ফুট) গ্রিন এরিয়া, স্বাস্থ্য সুবিধা, হোটেল মোটেল জোন, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পুনর্বাসন অঞ্চল, আন্তর্জাতিক স্পোর্টস কমপেক্স, জাদুঘর, নভোথিয়েটার, ক্লোভারলিফের জন্য সংরক্ষিত অঞ্চল, আবাসিক, সুপ্রশস্ত সড়ক, সেবা ও সুবিধাদি, সামাজিক অবকাঠামো, নতুন বাঁধ নির্মাণের জায়গা, জলাশয় ইত্যাদি।
এ ব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ কাজ দ্রুত শুরু হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের কাজও শুরু করা হবে।
উল্লেখ্য ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়। এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন।