You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার ও আদালতের নির্দেশ বাস্তবায়নে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) রাশেদুল ইসলামদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস – আকুয়া বাইপাস মহাসড়কের মান্নান সাহেবের ব্রিকফিল্ডের বিপরীত পার্শ্বে মধ্য বাড়েরা সাকিনস্থ জনৈক সেলিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আকুয়া দক্ষিণ পাড়ার মোঃ শাহাজাদা (৩৫)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে (ক) ২০ (বিশ)টি Amarin নেশাজাতীয় ইনজেকশান, যার প্রতিটির গায়ে ইংরেজী IM/IV Use only লেখাসহ বিভিন্ন লেখা বিদ্যমান, (খ) ২০ (বিশ) টি Easium নেশাজাতীয় ইনজেকশান, যার প্রতিটির গায়ে ইংরেজীতে Diazepam 10mg in 2ml লেখাসহ বিভিন্ন লেখা বিদ্যমান, (গ) লেখাবিহীন সাদা রংয়ের ১৭ (সতের)টি নেশাজাতীয় ইনজেকশান, জব্দকৃত আলামতের সর্বমোট ওজন ১১৪ মিঃ লিঃ, এবং সর্বমোট মূল্য ৮,৫৫০/-(আট হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা, (রা) নগদ ৯০০/-(নয়শত) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালীবাড়ী গ্রামস্থ পুরাতন জুটমিলের ০১নং গেইট এর সামনে খালি জায়গায় হতে মাদক ব্যবসায়ী দৌলতপুরের মোঃ আবুল হায়াত (৩০), নেত্রকোনার ,মোহনগঞ্জ, বাহাম গ্রামের এরশাদ মিয়া (২৭)কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে একটি STAR সিগারেটের প্যাকেটের ভিতর স্বচ্ছ পলিথিনে তৈরী ০৫ (পাঁচ) টি জিপারের মধ্যে হালকা গোলাপী রংয়ের সর্বমোট ৩০০ (তিনশত) পিচ নেশাজাতীয় মাদক দ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৩০(ত্রিশ)গ্রাম, মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা,২। একটি TECNO SPARK 6 Air এন্ড্রোয়েট মোবাইল ফোন যাহার মডেল নং- TECNO6J ৩। একটি তিন চাকা বিশিষ্ট পুরাতন সিএনজি যাহার ইঞ্জিন নং- AZZWKB40948, চেসিস নং- MD2A45AY9KWB56576 যাহার গায়ে RUNNER ৪। একটি কালো রংয়ের SYMPHONY D76 মডেলের বাটন মোবাইল ফোন এবং বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের মোট ২,৪৪০/- (দুই হাজার চারশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) হারুনুর রশীদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানারঅষ্টধার বাজার এলাকা হইতে কংকাল চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে অষ্টধার সেনপাড়ার সোহেল ওরফে ভূট্টু (৩২), শংকর পুর (কুদরত মেম্বারের বাড়ী) শাকিলুজ্জামান বাবু (২৩), মুক্তাগাছার শসা কান্দাপাড়ার ইব্রাহিম ওরফে ইভি (২২)কে গ্রেফতার করেন।
এহাছাড়াও এসআই(নিঃ) রাশেদুল ইসলাম, দিদার আলম, এএসআই(নিঃ) বিল্লাল হোসেন প্রত্যেকে ১টি করে জিআর এবং এসআই(নিঃ)আনিছুর রহমান ১টি জিআর সাজাপ্রাপ্তসহ মোট ৪টি জিআর
এবং ১টি জিআর সাজা তামিল করা হয়। জিআর পরোয়ানাভূক্ত আসামী ৪ জন হলেন, কোতোয়ালী কাচিঝুলি ইটাখলা রোড মোঃ আলো মিয়া, আরকে মিশন, হোল্ডিং নং-৮/৩ ছত্রিশ বাড়ী
কলোনীর মোঃ মেরাজ (৪০), কালিবাড়ী রোড (কালিবাড়ী পাওয়ার স্টেশন) মোঃ হেলাল উদ্দিন ওরফে হেলু। জিআর সাজাপ্রাপ্ত আসামী হলোন,১৭/১ জমির বেপারী বাইলেনের (ভাটিকাশর) মোঃ হেলাল ওরফে বেনসন হেলাল (পলাশ), উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।