ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর খুন

ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর খুন

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহ সদরে একসঙ্গে ঘুরতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে আসাদ (১৮) নামে এক কিশোর খুন হয়েছেন। সোমবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে সদরের চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসাদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আসাদ ও তার সঙ্গীরা সবাই মাদকাসক্ত। ঘটনার সময় আসাদ তার বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে চুরখাই প্রিয়কুঞ্জ এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে কথা কাটাকাটির জেরে আসাদকে তার বন্ধুদের মাঝেই কেউ ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

LATEST POSTS