এফবিসিসিআই সহ-সভাপতি শামীমের কণ্যা ডাঃ মাশার চোখে ভুল লেজারে ৩৩% রেটিনা নষ্ট, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ , ডাঃ মাহজাবীন হক মাশা’র চোখে লেজার ভুল দেয়ায় ৩৩ শতাংশ নষ্ট হয়ে যাওয়ায় ঢাকার দীন মোহাম্মদ চক্ষু হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারের চিকিৎসক প্রফেসর ডাঃ দীপক কুমার নাগের বিরুদ্ধে বুধবার দুপুরে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। কোতুয়ায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি রেকর্ডভূক্ত করার জন্য আদালত আদেশ দিয়েছেন বলে কৌশলী অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার জানিয়েছেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) এর কণ্যা ডাঃ মাহজাবীন হক মাশা বাংলাদেশ সড়ক পরিবহন
কর্পোরেশন (বিআরটিসি) এর বোর্ড অব ডাইরেক্টর, মাশা এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী এবং শামীম এন্টার প্রাইজের কর্পোরেট ডাইরেক্টর দায়িত্ব পালন করে আসছেন।

আদালত সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই এর আদালতে মামলাটি দেয়া হলে আদালত মামলাটি গ্রহন করে কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ মামলাটি রেকর্ড করার জন্য আদেশ দেন। মামলার কৌশলী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার ও অ্যাডভোকেট এবিএম নূরুজ্জামান খোকন প্রমূখ।

মামলার আরজিতে বাদি আমিনুল হক শামীমের পূত্র সামিউল হক সাফা জানান, তার বোন ডাঃ মাহজাবীন হক মাশাকে গত ৩ জুন নগরীর ৪নং কেবি ইসমাইল রোডস্থ শামীম এন্টারপ্রাইজের অফিস কক্ষে ঢাকার দীন মোহাম্মদ চক্ষু হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারের চিকিৎসক প্রফেসর ডাঃ দীপক কুমার নাগকে দেখানো হয়।
চিকিৎসক চোখ পরীক্ষা করে চোখে লেজার লাগানোর পরামর্শ দেন। স্স্থুতার নিশ্চিয়তা চাইলে ডাঃ মোঃ কামরুল হাসান শতভাগ নিশ্চিয়তা দেন। সরল বিশ্বাসে চিকিৎসকের কথায় রাজি হয়ে গত ৫ জুন ঢাকার সেনবাগে দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে চিকিৎসকের চেম্বারে ডাঃ মাহজাবীন হক মাশা’র চোখে লেজার লাগায়।
এর পরপরই তার চোখে অন্ধকার নেমে আসে। অবস্থা খারাপ হওয়ায় তাকে গত ৬ জুন ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসকদের বোর্ড বসিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দেন যে লেজার দেয়ার কারণে ডাঃ মাহজাবীন হক মাশা’র চোখের রেটিনা ৩৩% চিরতরে নষ্ট হয়ে গেছে। এরপর আরো উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুন গ্র্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেও চিকিৎসকরা সিদ্ধান্ত দেন যে ডাঃ দীপক কুমার নাগের ভুল চিকিৎসার মাধ্যমে ডাঃ মাহজাবীন হক মাশা’র চোখে লেজার দেয়ার ফলে চোখের রেটিনা ৩৩% নষ্ট হয়ে গেছে। ডাঃ দীপক কুমার নাগের অবহেলাজনিত ভুল চিকিৎসার কারণে ডাঃ মাহজাবীন হক মাশা এখন চিরতরে অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যা দন্ড  বিধি ৩৩৮ ধারার অপরাধ করেছেন চিকিৎসক। সুবিচার প্রার্থনায় বাদি আদালতে মামলা রুজু করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার