আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭)। গতকাল বুধবার রাতে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জান্নাতুল রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন।

পুলিশ বলছে, গতকাল সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে জনৈক রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবার থেকে জানা গেছে।

পুলিশের ধারণা, স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, কক্ষের বিছানা থেকে জান্নাতুলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জান্নাতুলের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা একটি হত্যা মামলা করেছেন। মামলায় রেজাউলকে আসামি করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার