ময়মনসিংহে রিভলবারসহ এক সন্ত্রাসী গ্রেফতার

ময়মনসিংহে রিভলবারসহ এক সন্ত্রাসী গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার সুহিলা উত্তরপাড়া এলাকা থেকে ১টি দেশীয় রিভলবারসহ ১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
র‌্যাব-১৪ আজ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় গত ১২ আগস্ট রাত ৮টায় র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল টহল ডিউটিকালে ময়মনসিংহ কোতোয়ালী থানার সুহিলা উত্তরপাড়ার ফজলুল হক এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ কতিপয় দুস্কৃতিকারী অবস্থান করছে। উক্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে উক্ত আভিযানিক দলটি আসামী- আরিফ রব্বানী (৩০), পিতা-মোঃআবুল কালাম, সাং-ইচাইল, থানা-ফুলবাড়ীয়া, ময়মনসিংহ’কে গ্রেফতার করে। ধৃত আসামীর দেহ তল্লাশী করে আসামীর পরিহিত কোমর হতে একটি স্থানীয়ভাবে তৈরী কালো রংয়ের লোহার রিভলবার, যাতে রিভল বিং সিস্টেম আছে, যার ট্রিগার এবং ট্রিগার গার্ড রয়েছে। যার রিভল বিংয়ের ছিদ্রের মধ্যে একটি স্প্রিং আছে এবং ব্যারেলসহ উক্ত রিভলবারের দৈর্ঘ্য আড়াআড়িভাবে ২৬ সেঃ মিঃ এবং যার শুধু ব্যারেলের দৈর্ঘ্য ৭.৩ সেঃ মিঃ উদ্ধার পূর্বক জব্দ করে।
প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করে আসছিল। উল্লেখিত ধৃতআসামী অবৈধভাবে দেশীয় তৈরী রিভলবার অস্ত্র নিজ হেফাজতে রাখার ব্যাপারে কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।এ সকল অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।