রাজধানীর উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে শিশুসহ নিহত ৫

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকালে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ক্রেন দিয়ে ফ্লাইওভারের গার্ডার তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। গার্ডারটি ক্রেন থেকে নিচে পড়ে যায়। এর একটি অংশ প্রাইভেটকারের ওপর পড়লে ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

গার্ডারের নিচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন-এর মালিক রুবেল, এক নারী ও দুই শিশু। এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দেয়। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে সাতজন চাপা পড়েন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার