You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
কৃষি শিক্ষা ও গবেষণার গৌরবোজ্জ্বল ৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৯৬১ সালের ১৮ আগস্ট ১২৩০ একর জমিতে আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় হ্যালিপ্যাড থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিজয়-৭১ হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।পরে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় বাকৃবি উপাচার্য বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে যথোপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে দেশ আজ ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে অসামান্য সাফল্য লাভ করতে পেরেছে। কৃষিক্ষেত্রে দৃশ্যমান এ সাফল্যগুলোর কৃতিত্ব এ দেশের কৃষক ও এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের, এটি আজ সর্বজন স্বীকৃত।
তিনি আরও বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সামগ্রিক চাহিদা পূরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেবর আজ বহুগুণে বেড়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে দিন দিন বৃদ্ধি পেয়েছে এর মর্যাদা ও সুখ্যাতি। গত ছয় দশকে বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ও গবেষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে চলেছেন। শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে শিক্ষার গুণগত মানোন্নয়নের ধারায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজ আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ কৃষি বিজ্ঞানীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন এবং একই সঙ্গে পেশাগত পূর্ণতায় বিকশিত হয়ে দেশের কৃষি-সংস্কৃতির পরিমণ্ডলকে করেছেন সমৃদ্ধ ও আলোকিত।