ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯ঃ ৩টি মোটরসাইকেল ও মাদক উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯ঃ ৩টি মোটরসাইকেল ও মাদক উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে। চোরাই ৩টি মোটরসাইকেল ও মাদক উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে। চোরাই ৩টি মোটরসাইকেল ও মাদক উদ্ধার করা হয়েছে।

এসআই (নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চুরখাই রওশন ফিলিং স্টেশনের বিপরীতে সরকারী পাকা রাস্তার উপর চুরি মামলার আসামী কিশোরগঞ্জ করিমগঞ্জ থানার কোনাপাড়া শহর আলীর বাড়ীর পূর্ব পাশে, মোঃ কাজল মিয়া (৩০) ও গাজীপুর কালিয়াকৈর থানার রুপচন্দ্রপুরের মজিবুর রহমান @ জয়নাল (৪৪) কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে চোরাই ৩টি মোটরসাইকেল মূল্য ১,৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) টাকা।

এসআই (নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার রহমতপুর এলাকা হতে ধর্ষন মামলার আসামী কোতোয়ালীর খাগডহর ঘুন্টির মোঃ মিলন
(৩০)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। আনিছুর রহমান (২৬), পিতা-মোঃ সুরুজ আলী, সাং-বালিয়ারপাড়, ২। মোঃ আরমান আলী (২৫), পিতামৃত-আঃ বারেক, সাং-দরিরামপুর, উভয় থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার ল্যাংড়া বাজার ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী -কোতোয়ালীর মাইজবাড়ী, শাহজাহান ইসলাম (৪৫), কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে (১) একটি কালো রঙের bontel বাটন মোবাইল, যার মডেল K2t, একটি নীল সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিক্সা, যার ৪(চার)টি ব্যাটারি সংযুক্ত, যার বডির পেছনে কাজী এন্টারপ্রাইজ ও লাভচিহ্নের ভেতর এক লেখা আছে, (৩) পঁচিশটি এক লিটার, দুইটি দুই লিটার ও দুইটি পাঁচশত মিলি. লিটারের বিভিন্ন ব্রান্ড্রের পানির বোতলে দেশীয় তৈরি চোলাই মদ। সর্বমোট ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, সর্বমোট মূল্য ৯,০০০(নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম এলাকা হতে চুরি মামলার আসামী কোতোয়ালীর অষ্টধার (কুঠুরাকান্দা) শফিক মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) রাশেদুল ইসলাম ও এসআই(নিঃ) আনোয়ার হোসেন পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১টি সিআর সাজা ও ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর পরোয়ানাভূক্ত আসামী হলেন চর ঝাউগড়ার আল আমিন (৩৫) ও সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী হলেন কোতোয়ালীর মাঝিহাটির আতিকুল ইসলাম।  গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।