শুক্র-শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

শুক্র-শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষ শিক্ষা প্রতিষ্ঠান দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমন মৌসুমে কৃষকদের সেচকাজে ১২-১৫ দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেয়া হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। সোমবার বিকেলে এ আদেশ জারি হয়।

পরে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশে মন্ত্রণালয় বলছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশটি বাংলাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পাঠিয়েছে মন্ত্রণালয়।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে সে বিষয়ে কোনো নির্দেশনা বা ইঙ্গিত মন্ত্রণালয়ের জারি করা আদেশে উল্লেখ করা হয়নি।