আব্দুল খালেক পিভিএম।। উত্তরবঙ্গ তথা পাবনা জেলার কৃতি সন্তান পাবনা-১ নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক রাকসু জিএস বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক টুকু মহান জাতীয় সংসদের ডিপুটি স্পীকার নির্বাচিত হয়ে রবিবার শপথ গ্রহণ করেন।উক্ত শপথ অনুষ্ঠান পরবর্তী তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হেসনে আরা বেগম।শোকাবহ আগস্টে ফুলেল শুভেচ্ছার পরিবর্তে টিএমএসএসের পক্ষ থেকে প্রতিষ্ঠানের মহিলাদের হাতে তৈরি ডালা ভর্তি সামগ্রী রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সংগ্রামী শিক্ষা জীবনের সাথী এ্যাডভোকেট শামসুল হক টুকুর হাতে তুলে দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এ্যাড.শামসুল হক টুকুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতি চারন করেন।এ সময় নবনির্বাচিত ডিপুটি স্পীকার এ্যাডভোকেট শামসুল হক টুকুকে তাঁর ও টিএমএসএসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।তাঁকে মহান জাতীয় সংসদের ডিপুটি স্পীকার নির্বাচিত করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম কৃতজ্ঞতা জানান। এ সময় নবনির্বাচিত ডিপুটি স্পীকারের ব্যক্তিগত সচিব, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।