ময়মনসিংহে ১৫ টাকা কেজি  দরে প্রায় ৩লাখ পরিবার পাবে চাউল

ময়মনসিংহে ১৫ টাকা কেজি দরে প্রায় ৩লাখ পরিবার পাবে চাউল

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠির খাদ‍্য নিরাপত্তা নিশ্চিত করার জন‍্য সরকারের ভূর্তকি মূল‍্যে জেলার ১৪৫টি ইউনিয়নে ২ লাখ ৯৮ হাজার ৪৮ টি পরিবারের খাদ‍্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সারাদেশে ওএমএস, টিসিবি ও খাদ‍্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ‍্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আগে খাদ‍্যবান্ধবের চাউল ১০টা দরে বিক্রি হলেও সম্প্রসারিত এই কর্মসূচির চাউল এখন থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হবে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, খাদ‍্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহম্মদ, আঞ্চলিক খাদ‍্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা খাদ‍্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী প্রমূখ।

LATEST POSTS