You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গজেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মবিল চুরির মূল আসামী গ্রেফতার ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে চোরাই মবিল ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৮/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর মামলার চোরাই হওয়া আলামত মবিল এর মধ্য হতে ০২ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ, এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন নেতৃত্বে একটি টিম গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় রাত্রিকালীন অভিযান চালিয়ে উক্ত চুরির মূল হোতা কেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোডের, মোঃ আসাদুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার নিকট হতে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বেও এই মামলায় আরো ০২জন আসামীকে গ্রেফতার করে মবিল উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) রাসুল সামদানী আজাদ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন অত্র থানাধীন ভাবখালী এলাকা হতে বিষ্ফোরক মামলায় কোতোয়ালীর দড়ি ভাবখালীর (কামাল মেম্বারের বাড়ী) শহিদুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী কাশবন আবাসিক এলাকার সামনে হতে ডাকাতির চেষ্টা মামলায় ০২জন আসামী কোতোয়ালীর মধ্য দাপুনিয়া, দেলোয়ার হোসেন (৩৫), ভাটিকাশর আলিয়া মাদ্রাসার আতিক মিয়া (১৯)কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে ০১টি কাঠের বাটযুক্ত স্টীলের চাকু যাহার লম্বা অনুমান ৭.৫ (সাড়ে সাত) ইঞ্চি, যাহার মধ্যে বাটের দৈর্ঘ্য ০৪ ইঞ্চি, স্টীলের দৈর্ঘ্য ৩.৫ (সাতে তিন) ইঞ্চি এবং আসামী ০১টি প্লাষ্টিকের বাটযুক্ত স্টীলের চাকু, যাহার বাট সহ লম্বা অনুমান ০৮ ইঞ্চি, যাহার মধ্য বাটের দৈর্ঘ্য ৪ ইঞ্চি, স্টীলের দৈর্ঘ্য ০৪ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার তারাপুর সেনের চর অষ্টধার হতে নিয়মিত মামলার আসামী কোতোয়ালীর তারাপুর সেনেরচর অষ্টধার মোঃ আঃ সালাম (৬৫) ও মোঃ আজিজুল (৪০)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই টিটু সরকার, দিদার আলম ২টি জিআর, এসআই আনোয়ার হোসেন, ১নং পুলিশ ফাড়ি ০১টি সিআর সাজা এবং এএসআই রুহুল আমিন ০১টি সিআর বডি মোট ০২টি জিআর, ০১টি সিআর সাজা ও ০১টি সিআর তামিল করা হয়।
জিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালীর-মধ্য দাপুনিয়া লাঠিয়ালবাড়ীর মোঃ দেলোয়ার হোসেন, চর ফুলিয়ামারী, মোঃ রফিকুল ইসলাম এবং সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় গোহাইলকান্দির মোঃ নয়ন, সিআর গ্রেফতারী পরোয়ানায় -ঘাগড়ার আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।