স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে প্রথমবারের মতো পুরোনো গাড়ি বেচাকেনার হাট উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার দুপুরে নগরীর কাচারিঘাটের হিমু আড্ডা আঙিনায় এ হাটের উদ্বোধন করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিনুল হক শামীম। প্রতি শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটটি উন্মুক্ত থাকবে। হাটটি আয়োজন করেছে ময়মনসিংহ কার হাট নামের একটি প্রতিষ্ঠান।
উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে আমিনুল হক শামীম বলেন, মধ্যবিত্ত শ্রেণির অনেকেই পুরোনো গাড়ি কিনতে চান। কিন্তু অনেকেই ঢাকায় গিয়ে গাড়ি কিনতে ঝামেলা মনে করেন। এখন ময়মনসিংহের এ হাটটি হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন।
ময়মনসিংহ কার হাটের পরিচালক রাকিবুল ইসলাম শাহীন বলেন, ঢাকায় গিয়ে অনেকেই হয়রানির শিকার হন। এসব বিষয় মাথায় রেখেই আমরা এ হাটের যাত্রা শুরু করেছি। এখানে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল পাওয়া যাবে। মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা এবং অন্য গাড়ির ক্ষেত্রে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে। প্রতি শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটটি উন্মুক্ত থাকবে।
এ হাট ঘিরে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। শিগগিরই হাটটি জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, সাবেক সহ-সভাপতি ফেরদৌস আহমেদ স্বপন, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।