অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ   অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হলো।

একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ অধিকতর তদন্তের স্বার্থে মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করা হলো। আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

অব্যাহতির বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে ফোন করা হলেও কেউই রিসিভ করেননি।