মাদক কারবারে জড়িত থাকায় পুলিশের এসআই ও দুই কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

মাদক কারবারে জড়িত থাকায় পুলিশের এসআই ও দুই কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

September 6, 2022 92 Views

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহে মাদক কারবারে জড়িত থাকায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), স্থানীয় মাদক ব্যবসায়ী আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন শেখ (২৬)। গত ৩ সেপ্টেম্বর ভালুকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৮৯ পিস ইয়াবা জব্দ করা হয়। রোববার বিকেলে ওই পাঁচজনকে মাদক মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার জামুরভিটার আতিকুর রহমান আতিকের ছেলে মো. আশিকুর রহমান নিরব ও একই এলাকার কাদের শেখের ছেলে খোকন শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে আটকরা জানায় র্দীঘ দিন ধরে তারা ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছে। এ ঘটনায় কনস্টেবল আব্দুল মান্নানকে পুলিশ হেফাজতে নিয়ে স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোডস্থ তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে পুলিশি হেফাজতে নিয়ে মাদক মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক