স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
নেত্রকোণার ব্যবসায়ী আবদুল আজিজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে ও তার তিন সহযোগী গ্রেপ্তার করেছে র্যাব-১৪। চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উদ্ঘাটন করে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিজয় কর্মকার (১৯), তরিকুল ইসলাম রানা (১৮), মো. আজহার মিয়া (৩৫) ও তরিকুল ইসলাম বিপ্লব (২২)। র্যাব জানায়, গত ১ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদির গ্রামের আবদুল আজিজ। তাকে কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে গেলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ৩ সেপ্টেম্বর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার রাতে র্যাব-১৪ অভিযান চালিয়ে বিজয় কর্মকার, তরিকুল ইসলাম রানা ও আজহার মিয়াকে গ্রেপ্তার করে। একই রাতে শ্যামগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিহতের ছেলে তরিকুল ইসলাম বিপ্লবকেও।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, নিহত আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম বিপ্লব একজন মাদকাসক্ত এবং মাদক সেবন করে প্রায় সময় বাড়িতে এসে মাতলামি করতেন। মাদক সেবন থেকে ছেলেকে বিরত রাখতে আব্দুল আজিজ ছেলেকে প্রায় সময় শাসন করতে গিয়ে ধমকসহ মারপিট করতেন। এতে বিপ্লব নিজেকে সংশোধন না করে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার মতো জঘন্য পরিকল্পনা করেন।