ঢাকায় আন্তর্জাতিক সংস্থা আয়োজিত সেমিনারে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম

ঢাকায় আন্তর্জাতিক সংস্থা আয়োজিত সেমিনারে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।।  ঢাকায় আন্তর্জাতিক সংস্থা সাউথ এশিয়া কোপারেটিপ ইনভারমেন্ট প্রোগ্রাম আয়োজিত ঢাকাস্থ হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁ তে প্লাস্টিক মুক্ত নদী ও সাগরের জাতীয় স্টেকহোল্ডার কনসালটেশন  ( National Stakeholder consaltetion of plastic free river & sea) বিষয়ক প্রকল্প বিষয়ে  প্লানারী ঋতু  (Planari season)  সেমিনার অনুষ্ঠিত হয়।হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপ্ত অন্তে  রিফ্রেশমেন্ট টেবিল  (refreshment tabile) এ উপস্থিত উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম, মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি,মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,ড.আব্দুল হামিদ,মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর পরিবেশগত কার্যক্রম বাস্তবায়নের সহায়ক-অসহায়ক বিষয়াদি নিয়ে আলোচনা করছেন।এ সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম পরিবেশের ভারসাম্য রক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন করেন।আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।