বাকৃবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভর্তিচ্ছু আটক ১

বাকৃবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভর্তিচ্ছু আটক ১

September 10, 2022 207 Views

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ কেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের দায়ে এক ভর্তিচ্ছুক শিক্ষার্থীেক আটক করা হয়েছে। শনিবার ( ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের ৪ নং কক্ষ থেকে ইলেকট্রিক ডিভাইসসহ তাকে ধরা হয়।
আটক শিক্ষার্থী নাম পলাশ চন্দ্র সরকার (২০)। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের প্রদীপ কুমার দাস ও মিনতি রানীর ছেলে। তার ভর্তি পরীক্ষার রোল ১৮২৯৭।

পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বরত পরিদর্শক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া ইলেকট্রিক ডিভাইসসহ ওই শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ডিভাইস সম্পর্কে সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ডিভাইসটি সিমযুক্ত ও মোবাইলের ব্যাটারি সদৃশ ছিল। পরীক্ষার্থীর কানের ভিতরে লাগানো ছিল ক্ষুদ্র আরেকটি ডিভাইস।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে পলাশ চন্দ্র সরকার নামে এক পরীক্ষার্থীকে ইলেকট্রিক ডিভাইসসহ হাতেনাতে ধরা হয়েছে। তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক