নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৩ বছরের সাজা চায় -নির্বাচন কমিশন

নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৩ বছরের সাজা চায় -নির্বাচন কমিশন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে সর্বোচ্চ ৩ বছরের জেলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব।

সাংবাদিকদের ‘নির্বাচন কমিশনের চোখ, কান’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের সিকিউরিটির কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।

এ কমিশনার বলেন, দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধাগ্রস্ত করে, ডিউটি পালনে যদি অ্যাসাল্ট করে থাকে, ইকুইপমেন্টস এবং সঙ্গী-সাথী যারা আছে, তাদের যদি ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। সর্বনিম্ন ১ বছর। এ ছাড়া জরিমানার বিধান রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নতুন এই ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে।