মা টয়লেটে, পুকুরে ডুবে শিশু সন্তানের মৃত্যু

মা টয়লেটে, পুকুরে ডুবে শিশু সন্তানের মৃত্যু

September 11, 2022 114 Views

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে রিয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামাটখালী গ্রামের সৌদি আরব প্রবাসী মো. সোহেল মিয়ার ছেলে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটনা।বীরবেতাগৈর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সপ্তাহখানেক আগে বীরকামাটখালী গ্রামের সৌদি প্রবাসী মো. সোহেল মিয়ার স্ত্রী শিশু সন্তান রিয়ানকে নিয়ে ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরের দিকে রিয়ানকে বাড়ির উঠানে রেখে টয়লেটে যান তার মা।

ওয়ার্ড সদস্য আজিজুল আরও বলেন, টয়লেট থেকে ফিরে ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন তিনি। পরে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক