নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্তসত্তা স্ত্রীর আত্মহত্যা

নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্তসত্তা স্ত্রীর আত্মহত্যা

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামে নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে ৯ মাসের অন্তসত্তা স্ত্রী শাহনাজ আকতার শিপু (১৯) আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৯ টার দিকে পুলিশ নিহত শিপুর লাশ উদ্ধার করেছে। নেশাগ্রস্ত স্বামী জাহিদ মিয়া (২২) কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একই গ্রামের শহিদ মিয়ার মেয়ে শাহনাজ আকতার শিপুর সাথে মৃত মনির উদ্দিনের ছেলে জাহিদের ২ বছর আগে বিয়ে হয়। জাহিদ পেশায় পরিবহন শ্রমিক (হেলপার)। বিয়ের আগে থেকেই জাহিদ ইয়াবাসহ বিভিন্ন নেশা করতো। নেশার টাকা না পেলেই জাহিদ স্ত্রীকে মারপিট করতো। রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে জাহিদকে গার্মেন্টেসে চাকরীর কথা বললে শিপুকে মারপিট করে জাহিদ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে শিপু মারপিটের বিষয়টি বাপের বাড়ীতে জানিয়ে আসার পর স্বামী জাহিদ শিপুকে আবারও মারপিট করে। পরে স্বামীর ঘরের ধর্নার(বাঁেশর আড়ার) সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করে শিপু।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, অন্তসত্তা গৃহ বধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

LATEST POSTS