অর্থনৈতিক মন্দাতেও দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
অর্থনৈতিক মন্দাতেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে গেলো তিন মাসে এক কোটি টাকার বেশি আমানতধারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৮৬০ জন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, আয় বৈষম্যের কারণে বাড়ছে কোটিপতির সংখ্যা। বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। করোনার পর ইউক্রেন যুদ্ধ, বিশ্বের অন্য দেশের মতো দেশের অর্থনীতিও টালমাটাল। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক যৌথ জরিপ বলছে কোভিডের আঘাতে দেশে ২ কোটি ৪৫ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে।

তবে, বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ব্যাংকগুলোতে তিন মাসে এক কোটি টাকার বেশি আমানতধারী হিসাবের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৮৬০টি ।সব মিলিয়ে এমন হিসাব বা অ্যাকাউন্টের সংখ্যা এখন ১ লাখ ৮৪৫৭টি। বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম ফোনোলাপে বলেন, ’এটা তো দেশের জন্য ভালই। কোটিপতি বাড়লে তো দেশের অর্থনৈতিক বৃদ্ধি হবে। একটা দেশের অর্থনীতি যখন বড় হয়, তখন অর্থনৈতিক প্রবৃত্তি বেশি ঘটে। আর্থিক অবস্থা যাদের ভাল তাদের আরও উন্নতি হয়।’

তবে, আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, আয় বৈষম্যের কারণে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। শুধু ব্যাংক হিসেব দিয়ে বৈষম্যের প্রকৃত চিত্র যাচাই করা সম্ভব নয়। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘ধনীরা আরও বেশি ধনী হচ্ছে। যে ৫ শতাংশ লোক সবচেয়ে উপরের দিকে আছে, তারা হয়ত ৩০ শতাংশ সম্পদের মালিক হয়। আসল যারা সম্পদের মালিক, তারা কিন্তু ব্যাংকে টাকা রেখে সম্পদশালী হয় না।’ আয় বৈষম্য কমাতে সরকার এখনও দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধের পরামর্শ বিশ্লেষকদের।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার