প্রতিপক্ষকে ফাঁসাতে  কোলের সন্তানকে হত্যা করলো পাষন্ড পিতা-মাতা

প্রতিপক্ষকে ফাঁসাতে কোলের সন্তানকে হত্যা করলো পাষন্ড পিতা-মাতা

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  প্রতিপক্ষকে ফাঁসাতে কোলের সন্তানকে হত্যা করলো পাষন্ড পিতা-মাতা । ঘটনাটি ঘটেছে হালুয়াঘাট উপজেলার ঘিলাভুই গ্রামে।  দুই বছরের কন্যাশিশু আয়েশা খাতুন। বরাবরের মতোই ঘুমিয়ে ছিলেন পিতা-মাতার কোলে। কিন্তু সেই পিতা-মাতার হাতেই মর্মান্তিক মৃত্যু হয় আয়েশার। গত সোমবার দিবাগত রাতে ঘুমন্ত শিশুকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘিলাভুই গ্রামের বাদশা মিয়া ও তার স্ত্রী আম্বিয়া খাতুন। হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী লাশ নিয়ে নিক্ষেপ করেন প্রতিবেশীর পানি ভর্তি কুয়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় গত মঙ্গলবার সকালে কুয়া থেকে ভাসমান লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশ। উদ্ধারে নেতৃত্ব দেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান। এ ঘটনায় শিশুটির দাদি অভিযুক্ত আসামি বাদশা মিয়ার মাতা জুবেদা খাতুন বাদী হয়ে নিজ সন্তান ও পুত্রবধূকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খানের নেতৃত্বে এস আই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত পিতা বাদশা মিয়া ও মাতা আম্বিয়া খাতুনকে আটক করেন। গতকাল তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।