
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আরো ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অধ্যাপক ইউসুফ খান পাঠান মনোনয়নপত্র দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এছাড়া চেয়ারম্যান পদে আরো ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন,জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন, স্বতন্ত্রপ্রার্থী নুরুল ইসলাম রানা ও মোঃ হামিদুল ইসলাম নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে ময়মনসিংহ জেলার ১৩টি সাধারণ আসনে ৪৮ জন সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা ৫ টি আসনে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ২৫ তারিখ প্রত্যাহার ও ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ ৭,১২ আসনে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায নির্বাচিত এবং সংরক্ষিত মহিলা ৫ আসনেও একক প্রার্থী থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।