স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ নগরের অসহনীয় যানজট থেকে মুক্ত করার লক্ষ্যে (১৬ সেপ্টেম্বর) শুক্রবার সকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ময়মনসিংহ ঢাকা মহাসড়কের বাইপাস চত্বরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
নগরকে যানজটমুক্ত করার লক্ষে সড়ক ও জনপথ বিভাগের চলমান কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই সময় শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা আইন শৃংখলা কমিটিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করেন।