নেত্রকোণায় একদিনে তিন শিশুসহ চার জনের মৃত্যু

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  নেত্রকোণায় পৃথক ঘটনায় একদিনে তিন শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মদন ও আটপাড়া উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে জেলার মদন উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাড়ির সামনের পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চয়ন হাসান (৩৩) নামে এক পল্লী চিকিৎসক মারা যান। তিনি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ দুর্ঘটনার সংবাদ পেয়ে পরিবারের সঙ্গে চয়নকে দেখতে যাওয়ার সময় রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মারা যায় নাসিফা আক্তার (৬) নামে এক শিশু। নাসিফা বালালী গ্রামের জুয়েল মিয়ার মেয়ে। স্থানীয় মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার আটপাড়া উপজেলায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের মাদল গ্রামে এ ঘটনা ঘটে।শিশু দুটি হলো- মাদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির (৬) ও এরশাদের ছেলে সিফাত (৭)।

স্থানীয় আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার