ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌণে ২টায় ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রিলিফ রিলিফ কল করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি।
রেলওয়ে ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।রেলওয়ে ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়ে হাইড্রোলিক জগ দিয়ে লাইনচ্যুত ট্রেনের চাকা লাইনে তোলার চেষ্টা চলছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে।##