স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২২ ময়মনসিংহ সফরে আসছেন বলে তার একান্ত সচিব (উপসচিব) মাহমুদ ইবনে কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান।েতিনি আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার বিকালে সার্কিট হাউজে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা সভায় যোগদান করবেন। পরদিন ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কার্যকম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
তার সফর সঙ্গী হিসেবে থাকবেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো আবদুল বারিক, যুগ্ম সচিব শাফায়াত মাহমুদ চৌধুরী, একান্ত সচিব মাহমুদ ইবনে কাশেম ও উপসচিব সাজ্জাদুল হাসান।