মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
টাঙ্গাইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সদর উপজেলার আশিকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– জেলার ভূঞাপুর উপজেলার মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) এবং তার স্ত্রী মিনতি রানী (৬০)‌।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসার পথে দুপুর ৩টার দিকে ওই দম্পতি আশিকপুর বাইবাস এলাকায় নামেন। পরে তারা সেখান থেকে সড়ক পার হচ্ছিলেন। সে সময় অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহিরুল হক বলেন, ‘নিহত দুই পথচারীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’