বাংলাদেশে খাদ্যের জন্য কোনো হাহাকার নেই, না খেয়ে কেউ মারা যায়নি-কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, টানা তিন মাস আন্দোলন করেও বিএনপি সফল হয়নি। উসকানিমূলক আচরণ, উশৃঙ্খল কর্মকাণ্ড ও তাণ্ডব চালিয়ে তারা কখনো আন্দোলনে সফল হতে পারবে না। যখনই আন্দোলন করতে যাবে জনগণ এটাতে বাধা দেবে। তারা রাজপথ দখল করতে আসলে তাদেরকে রাজপথেই মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচি করুক, কিন্তু প্রতিদিন প্রেসক্লাবের সামনে সমাবেশ করলে মানুষ চলাফেরা করবে কীভাবে। প্রতিদিন তো কর্মসূচি দেওয়ার দরকার নেই। প্রতিদিন তাদের কী কর্মসূচি আছে। আন্দোলনের নামে উসকানিমূলক কথাবার্তা আর অহেতুক পুলিশের ওপর তারা আক্রমণ করে। আন্দোলনের মাঠে যে তারা আছে এটা দেখানোর একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে তাদের।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ময়মনসিংহের সার্কেল অফিস কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নগরীর ঢোলাদিয়া এলাকায় প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে বিএডিসি।

কৃষিমন্ত্রী আরও বলেন, টানা তিন মাস আন্দোলন করেও বিএনপি সফল হয়নি। উসকানিমূলক আচরণ, উশৃঙ্খল কর্মকাণ্ড ও তাণ্ডব চালিয়ে তারা কখনো আন্দোলনে সফল হতে পারবে না। যখনই আন্দোলন করতে যাবে জনগণ এটাতে বাধা দেবে। তারা রাজপথ দখল করতে আসলে তাদেরকে রাজপথেই মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।

বাংলাদেশে খাদ্য সংকট নেই উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যের জন্য বাংলাদেশে কোনো হাহাকার নেই। না খেয়ে কোনো মানুষ মারা যায়নি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছু খাদ্যের দাম বেড়েছে। এ জন্য বাংলাদেশের কিছু মানুষ কষ্টে আছে। তাদের কষ্ট দূর করার জন্য সরকার সরকার ওএমএস, টিসিবিসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে। সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে সরকার নির্দিষ্ট দাম নির্ধারণ না করে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিএডিসির ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় যোগ দেন কৃষিমন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, কাজীম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ব্রি’র পিএসও ড. মো. ইব্রাহিম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আশরাফ উদ্দিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।