জমকালো রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে শেষ বিদায় রানি দ্বিতীয় এলিজাবেথ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  ঐতিহাসিক ও জমকালো রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথকে। কয়েক দিন ধরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা ১১টায় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। বিবিসি

অন্ত্যেষ্টিক্রিয়ার পর রাণীর পতাকাযুক্ত কফিন ইম্পেরিয়াল স্টেট ক্রাউন উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে তাকে তার বাবা রাজা ষষ্ঠ জর্জ, তার মা রানী এলিজাবেথ, বোন রাজকুমারী মার্গারেট এবং স্বামী প্রিন্স ফিলিপের সমাধির পাশে চিরনিদ্রায় সমাহিত করা হয়।

শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা হাজির হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাপানের সম্রাট নারুহিতো থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ দুই হাজারের বেশি অতিথি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যোগ দেন।

স্থানীয় সময় সকাল ৮টায় ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেয়া হয়। সকাল ১০টা ৪৪ মিনিটে দিনের প্রথম শোকযাত্রা শুরু হয়। রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাত্রা করেন স্টেট গান ক্যারেজের নাবিকরা। তাদের পেছনে ছিলেন রাজা চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা।

কুইন কনসোর্ট ক্যামিলা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রবেশ করেন। সেখানে যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীরা ছাড়াও আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরা উপস্থিত ছিলেন।

রানির স্মরণে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টা বাজতে থাকে। তার আয়ুষ্কালের ৯৬ বছরকে স্মরণ করতে শেষকৃত্যানুষ্ঠান চলাকালীন প্রতি বছরের জন্য প্রতি মিনিটে একবার করে বাজানো হয় এই ঘণ্টা।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানে উইন্ডসরে জনতাকে বাধা দেয়ার জন্য ব্যারিয়ার দেয়া হয়েছে। যেখানে শবযাত্রা দেখার জন্য অপেক্ষায় ছিলেন হাজার হাজার মানুষ। পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পুরো গমনপথজুড়ে সারিবদ্ধভাবে অবস্থান করে সশস্ত্র বাহিনীর সদস্যরা। রানির মরদেহ বহনকারী কফিন ভিক্টোরিয়া মেমোরিয়াল পার হওয়ার সময় রাজকীয় স্যালুট দেওয়া হয়।

গত ৮ সেপ্টেম্ব স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। এরপর সেখান থেকে ওয়েস্টমিনস্টার হল পর্যন্ত নয় দিনের যাত্রা শেষে অবশেষে চিরনিদ্রায় সমাহিত করা হয় রানিকে।

ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময়ের জন্য সিংহাসনে আসীন রাজশাসক ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে পরিবারের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন। তিনি গত ১৫ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার