কাওরানবাজারে ভার্সিটির ছাত্রীর মোবাইল ছিনতাই: ২ ছিনতাইকারীর কারাদণ্ড

কাওরানবাজারে ভার্সিটির ছাত্রীর মোবাইল ছিনতাই: ২ ছিনতাইকারীর কারাদণ্ড

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  রাজধানীর কাওরানবাজারে তরুণীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালত- ৪ এর অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। দুই আসামি হলেন- মো. রিপন ওরফে আকাশ (২৪) ও মো. শফিক। তাদের দুজনের রাজধানীর বিভিন্ন থানায় একাধিক চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর কাওরানবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোনটি বাসের জানালা দিয়ে ছিনতাই হয়ে যায়। ওই শিক্ষার্থী ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরতে পারেননি। ওই সময় আরেক বাসের যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় ওই তরুণী এক ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ৩রা আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করে পুলিশ।