অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

September 24, 2022 98 Views

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে অটোকিশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গৌরীপুর- বেখৈরহাটি আঞ্চলিক সড়কের ঘাগলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বোকাইনগর ইউনিয়নের বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে উজ্জল মিয়া (৪২) ও অচিন্তপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে সে শ^শুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে যান। দুপুরে সেখান থেকে মোটরসাইকেল যোগে রুকন ও লাল মিয়াকে নিয়ে ফেরার পথে গৌরীপুর- বেখৈরহাটি সড়কের ঘাগলা মোড়ে যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে উজ্জল ঘটনাস্থলে নিহত ও লাল মিয়া, রুকন সহ অটোরকিশার আরো চারজন যাত্রী আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক এক জনকে প্রাথমিক চিকিৎসা ও পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে। এরমধ্যে লাল মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্ইুজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আনা হয়েছে।

সাম্প্রতিক