ময়মনসিংহে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । জানা যায় নগরীর বলাশপুরের হাক্কানী মোড়ে স্থানীয় একযুবকের মোটরসাইকেলের সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে আরও কয়েকজনকে নিয়ে সিএনজি চালক তাপস চন্দ্র সরকার (৩৬) নামে একজনকে ছুরিকাঘাতে-পিটিয়ে গুরুতর জখম করে । পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে সিএনজি চালক মারা যায় । শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক তাপস চন্দ্র সরকার জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আনুমেশ চন্দ্র সরকারের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই সিএনজি চালক মারা গেছে। তবে, নিহতের পিছনের দিকে ছুরিকাঘাতের চিন্হ রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আনুমানিক রাত ৮ টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় সিএনজি চালিয়ে যাওয়ার সময় স্থানীয় এক মোটরসাইকেল চালকের সাথে ধাক্কা লাগে। এই নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার থেকে পাঁচজনকে নিয়ে সিএনজি চালককে বেধরক মারধর করে। পরে স্থানীয়রা সিএনজি চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ কামাল আকন্দ আরও বলেন, আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।