You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কম খরচে বস্তায় আদা চাষের দিকে আগ্রহ বাড়ছে কৃষকের। স্বল্পপরিসরে বস্তায় আদা চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করে লাভের মুখ দেখছেন চাষিরা।
জামান মিয়া বলেন, বাড়ীর আঙিনায় বিশ বস্তা আদা করে ছিলাম, খরচ হয়েছে আমার ছয়শত টাকা। পরিবারের চাহিদা মিটিয়ে তিন হাজার টাকার আদা বিক্রি করেছি, অল্প খরচে বেশ লাভ হয়েছে। এই মৌসুমে বেশি করে চাষ করার আগ্রহ প্রকাশ করেন তিনি ।
যাদের আবাদি জমি নেই তারাও ইচ্ছা করলে বসতবাড়ির আশেপাশে, বাড়ীর আঙিনায় অথবা অন্যান্য পতিত জমিতে বস্তায় আদা চাষ করতে পারে। একটি বস্তায় ৩০ গ্রাম করে ৩টি আদার বীজ রোপন করে প্রায় ২ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব বলে জানান উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলার পুটিজানা ইউনিয়নের বেড়িবাড়ী গ্রামের কৃষক শংকর চন্দ্র পাল বলেন, আমি ৩০ শতক পতিত জমিতে ৫ হাজার ৮শ বস্তা আদা চাষ করতে কেবলমাত্র বস্তা,আদা, জৈব রাসায়নিক ও পরিচর্যাসহ প্রতি বস্তায় প্রায় ৩২ টাকা খরচ হয়েছে। উত্তোলন পর্যন্ত মোট খরচ পরবে ১লক্ষ ৮৫ হাজার ৬শ টাকা প্রায়। আগামী ডিসেম্বর জানুয়ারী মাসে এই আদা উত্তোলন করা হবে। তিনি আশা করছেন প্রতিটি বস্তায় কমপক্ষে দুই কেজি করে আদা উৎপাদিত হবে। ৫ হাজার ৮শ বস্তা থেকে দশ হাজার একশত পঞ্চাশ কেজি আদা পাওয়া যাবে। বর্তমানে যার পাইকারি বাজারে প্রতি কেজির মূল্য নুন্যতম ৬০টাকা দাম হলে। সেই হিসেবে ১০হাজার ১শ ৫০ কেজির মূল্য ৬লক্ষ নয় হাজার টাকা।
বস্তায় আদা চাষ করলে মাটি নরম থাকে, ঘাস কম হয়,বর্ষাকালে পানি জমেনা, শে^তশে^তে হয়না, ছত্রাক ও রোগ বালাই কম হয় আদা পঁেচ না ফলে আদার ফলন বেশি হয় এবং কৃষক লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। বীজ লাগানোর সময় মাটি শোধন করে নিলে আদার কন্দ পঁচা রোগের সম্ভবনা কমে যায়।
পুটিজানা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল বলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঝড় বৃষ্টি থাকা সত্ত্বেও বিভিন্ন সময় কৃষকের পাশে থেকে কাজ করে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, বেশ সুনাম অর্জন করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার জানান, বস্তাায় মাটি ভরাট করে কম খরচে আদা চাষ করা কৃষকদের নিকট একটি নতুন ধারণা। আদা মসলা জাতীয় ফসল, প্রত্যেকেই যদি বসতবাড়িতে বা পরিত্যক্ত জায়গায় বস্তা পদ্ধতিতে কিছু কিছু আদা চাষ করেন তাহলে পরিবারের চাহিদা মিটিয়েও বাড়তি উপার্জন করতে পারবেন।##