র‌্যাব -১৪’র নতুন অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব নিলেন মহিবুল ইসলাম খান

র‌্যাব -১৪’র নতুন অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব নিলেন মহিবুল ইসলাম খান

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ   র‌্যাপিড এক্যাশন ব্যাটালিয়ান (র‌্যাব) -১৪’র নতুন অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব গ্রহন করলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। আজ ধবার সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর সার্কিট সংলগ্ন র‌্যাব-১৪ কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি এই দ্বায়িত্ব গ্রহন করেন। সন্ধ্যা ৬টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি মো: বেলায়েত হোসাইন।

এই দ্বায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম র‌্যাব-১৪’র আগের অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ রোকনুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। এ সময় নতুন অধিনায়ক ময়মনসিংহ বিভাগের মাদক, সন্ত্রাস, জঙ্গি’সহ সকল ধরনের অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

জানা যায়, মোহাম্মদ মহিবুল ইসলাম খান ইতিপূর্বে পাবনা ও কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডিসি কাউন্টার টেররিজম বিভাগের ডিএমপি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিসিএস পুলিশ ২৪ ব্যাচ’র মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করে চাকরী জীবন শুরু করেন।