ময়মনসিংহ শহরের ৬টি রোডে সন্ধার পর থেকে মধ্যরাত পর্যন্ত অটো চলাচল বন্ধ

ময়মনসিংহ শহরের ৬টি রোডে সন্ধার পর থেকে মধ্যরাত পর্যন্ত অটো চলাচল বন্ধ

September 30, 2022 105 Views

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৩, ৪, ও ৫ অক্টোবর শহরের র‌্যালির মোড় হতে বাতিরকল পর্যন্ত মূল সড়ক, তাজমহল মোড় হতে মহারাজা রোড, তাজমহল মোড় হতে থানার ঘাট মোড়, গাঙ্গিনার পাড় মোড় হতে জুবলী ঘাট মোড়, গোলপুকুর পাড় মোড় হতে পৌর সুপার মার্কেট মোড়, গোলপুকুর পাড় মোড় হতে কাচারীর মোড় আল্লাহু চত্বর পর্যন্ত সন্ধ্যা ৬ টা হতে মধ্যরাত পর্যন্ত অটোবাইক চলাচল বন্ধ থাকবে।

এব্যাপারে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসন বিভাগ সিটি কর্পোরেশনের লাইসেন্সকৃত সকল অটোবাইক মালিক ও চালকদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করেছে।

সাম্প্রতিক