বর্ণিল আয়োজনে সাফ জয়ী কলসিন্দুরের কৃতি ৮ ফুটবল কন্যাকে ময়মনসিংহে পুলিশের সংবর্ধনা

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  বর্ণিল আয়োজনে সাফ জয়ী কলসিন্দুরের কৃতি ৮ ফুটবল কন্যাকে ময়মনসিংহের জেলা পুলিশ সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ লাইন্স ড্রিল সেড মঞ্চে ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের আট ফুটবলকন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত সাফ জয়ী কলসিন্দুরের ফুটবলকন্যারা হচ্ছেন সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার সিনিয়র, তহুরা খাতুন, সাজেদা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।

আজ সকালে সুসজ্জিত ২টি ঘোড়ার গাড়িতে করে ৮ ফুটবলকন্যাদেরকে পুলিশ অফিসার্স ক্লাব থেকে ঢাক ঢোল বাজিয়ে পুলিশের একটি সুসজ্জিত দল ময়মনসিংহ পুলিশ লাইনের দিকে যাত্রা করেন। এসময় রাস্তার দুই পাশে শত শত মানুষ তাদের স্বাগত জানান। তারা শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, সহ সভাপতি সাজ্জাদ জাহান শাহীন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা আহাম্মেদ, কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল, প্রথম কোচ মফিজ উদ্দিন, কলসিন্দুর সরকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিম ম্যানেজার সহকারী অধ্যাপক মালা রানী সরকার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আলোচনা শেষে পুলিশের পক্ষে ফুটবল কন্যাদের প্রত্যেককে ক্রেস্ট ও নগদ টাকা প্রদান করা হয়। এছাড়া ময়মনসিংহ জেলা পর্যায়ের কোচ বোরহান উদ্দিন, সালাহ উদ্দিন ও মকবুল হোসেন, কলসিন্দুর সরকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কোচ জুয়েল মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়্। খোলোয়াড়দের অভিভাবকসহ সংবর্ধনা প্রদান করার কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সানজিদা আক্তার, তুহুরা খাতুন ও সাজেদা খাতুন।

 

ফুটবলার সানজিদা আক্তার বলেন, নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মানুষের এতো ভালোবাসা পাব তা কোনো দিন ভাবতে পারিনি। সংবর্ধনা আমাদের ভালো খেলার স্পৃহা বাড়িয়ে দেবে।

আরেক ফুটবলার মারিয়া মান্ডা বলেন, নিজ জেলায় দুই দিনের বর্ণিল আয়োজনে আমরা মুগ্ধ। জেলা পুলিশ যেভাবে সুশৃঙ্খল সংবর্ধনার আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করেছে তাতে আমরা খুবই আনন্দিত।

কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নারী ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার, এই সংবর্ধনা আরও ফুটবলার তৈরিতে মেয়েদের অনুপ্রাণিত করবে। আমার প্রতিষ্ঠানে আরও ৫০ জন ফুটবলার আছে। তারাও সানজিদাদের এই জয় দেখে উজ্জীবিত হবে। একদিন তারা বিশ্ব জয় করবে এটাই আমার প্রত্যাশা।

পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা বলেন, হিমালয় জয় করা মেয়েদের সংবর্ধিত করতে পেরে আমরা নিজেরা গর্বিত ও আনন্দিত। ফুটবলের উন্নয়নে মেয়েদের পাশে থেকে জেলা পুলিশ তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কারণ এটি শুধু ফুটবলের বিজয়ই না, এটি নারীদের এগিয়ে যাওয়ার একটি স্বার্থক রূপায়ন।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আজ মেয়েরা প্রত্যন্ত গ্রাম থেকে হিমালয় জয় করেছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু না হলে মেয়েদের কারণে দেশের এত সুনাম হতো না। আমি প্রত্যাশা করি, মেয়েরা তাদের এ অর্জন ধরে রাখবে ও বীরদর্পে এগিয়ে যাবে। কৃতি ফুটবলার হিসেবে গড়ে তোলার জন্য অনেকের অবদান রয়েছে। কারো একক কোন কৃতিত্ব নেই।

আজ বিকালে হালুয়াঘাট স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং ও ধোবাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা ও ক্ষুদ্র নৃ -গোষ্ঠি সংবর্ধনা প্রদান করবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার