
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বিভাগীয় গণ সমাবেশে আন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তৃণমূল পর্যায় থেকে জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানানো হবে গণ সমাবেশের মাধমে।
তিনি আজ বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় গণ সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
কেন্দ্রীয় সমন্বয় টিমের দলনেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে ও সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ,কেন্দ্রীয় নেতা,সাবেক এমপি, বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ , অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় , ময়মনসিংহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ময়মনসিংহ বিভাগীয় গণ সমাবেশ সফল করতে জেলা, মহানগরে প্রতিনিধি সভা , উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচার, প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ,ওয়ারেস আলী মামুন , কেন্দ্রীয় সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন ,মাহমুদুল হক রুবেল, সিরাজুল হক,ড.রফিকুল ইসলাম হিলালী, সাহিদা আক্তার রীতা, আরিফা জেসমিন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন , ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম , যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু,ফখর উদ্দিন আহমদ বাচ্চু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ,যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার , জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার , শেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মিল্কীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । খবর প্রেসবিজ্ঞপ্তির।