৩ থেকে ৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখার দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান

৩ থেকে ৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখার দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার,ময়মনসিংহ 
জাতীয় দক্ষতা মান বেসিক ট্রেড কোর্স ৩৬০ ঘন্টা বা ৩ থেকে ৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে শর্ট কোর্স ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখা। স্মারকলিপিতে উল্লেখ করেন বর্তমানের স্ব অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩,৭০০ প্রায়। এ সকল প্রতিষ্ঠানের প্রতি বছর প্রায় তিন লক্ষাধিক স্বীকৃত উচ্চ শিক্ষিত বেকার যুবক-যুবতী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণ শেষে তারা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কার্যকর ভূমিকা রাখছে। অন্য কোন সংস্থার কাছে হস্তান্তর এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশংকা করছেন। এতে এসব প্রতিষ্ঠানের ২৫ হাজার প্রশিক্ষক সহ প্রায় একলাখ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। তারা উল্লেখিত কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালনার জন্য দাবী জানান। শর্ট কোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক মাহমুদুল হাসান নাসিম, জানান স্মারকলিপিতে ময়মনসিংহের ৩০টি প্রতিষ্ঠানের মালিক স্বাক্ষর করেছে।