You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা-২০২২ কাল সোমবার বিকাল আড়াই টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শুরু হচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলাদল খেলায় অংশ নিবে। আজ রোববার বিকালে সার্কিট হাউজ মাঠ সংলগ্ন রাইফেলস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ৯টি ভ্যনুতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ৩ নং অঞ্চল এ প্রতিযোগীতায় ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলা, নেত্রকোণা জেলা, টাঙ্গাইল জেলা ও ময়মনসিংহ বিভাগ দলগুলো দুইটি গ্রুপে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। দুই গ্রুপে খেলাগুলি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী চুড়ান্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। এই প্রতিযোগীতা থেকে মেধাবী খেলোয়ার বাছাই করে পরবর্তীতে ঢাকায় দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক মাসুদ আহাম্মদ রানা, কোষাধ্যক্ষ, শরীফুল ইসলাম, বিভাগীয় হকি কোচ শাহীন আলম ডন, নির্বাহী সদস্য আবদুল মোমেন খান, আল আরাফাহ ব্যাংকের প্রতিনিধি আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন। খেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নিবেন ময়মনসিংহ জেলা বনাম টাংগাইল জেলা দল।