You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড পৃষ্টপোষকতায় ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা-২০২২ সোমবার বিকাল ৩ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শুরু হয়েছে। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলাদল অংশ নিচ্ছে । উদ্বোধনী খেলায় অংশ নেন ময়মনসিংহ জেলা বনাম টাংগাইল জেলা দল।
জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, হকি ফেডারেশনের সহ সভাপতি আবদুর রশিদ শিকদার, জাকি আহমেদ রিপন, সাজেদ এ, এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক মাসুদ আহাম্মদ রানা প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন বলেন, বাংলাদেশ ৯টি ভ্যনুতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ৩ নং অঞ্চল এ প্রতিযোগীতায় ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলা, নেত্রকোণা জেলা, টাঙ্গাইল জেলা ও ময়মনসিংহ বিভাগ দলগুলো দুইটি গ্রুপে প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। দুই গ্রুপে খেলাগুলি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী চুড়ান্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। এই প্রতিযোগীতা থেকে মেধাবী খেলোয়াড় বাছাই করে পরবর্তীতে ঢাকায় দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।